ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কানাডার বরফে আটকে পড়া তিমিগুলো মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৩
কানাডার বরফে আটকে পড়া তিমিগুলো মুক্ত

ঢাকা: কানাডার উত্তর কুইবেক অঞ্চলের হাডসন উপসাগরের তীরে বরফে আটকে পড়া তিমিগুলো মুক্ত হয়ে হাডসন উপসাগরে চলে গেছে। তবে বিপদমুক্ত হওয়ার জন্য উত্তর আটলান্টিক মহাসাগরে পৌছাতে তাদেরকে পাড়ি দিতে হবে আরও ১০০ কিলোমিটার বন্ধুর পথ।



স্থানীয়দের উদ্ধার অভিযানের পর মুক্ত হয়ে হাডসন উপসাগরে ফিরে যায় তিমিগুলো।

সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার কিলার তিমির একটি দল উত্তর কুইবেকের বরফাচ্ছাদিত অঞ্চল ইনুকজুয়াকের বরফের বৃত্তে আটকা পড়ে।

প্রথমে তিমিগুলোকে দেখার জন্য স্থানীয়রা ‘স্নো-মোবাইল রাইড’ (বরফের মধ্যে খেলার জন্য এক ধরনের গাড়ী-চালনা) এর আয়োজন করলেও শিকারিদের তৎপরতায় বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করে।

ইনুকজুয়াক গ্রামের নেতা টমি পালিসার বলেন, ‍বুধবার কর্তৃপক্ষকে ব্যাপারটি জানিয়ে বরফ ভাঙার জাহাজ পাঠানোর জন্য আহ্বান জানানো হয়। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় এখানে উদ্ধাকারী জাহাজ আসাটা বেশ কঠিনই বটে।

নিকটেই বিশাল জলরাশি থাকায় আমরা নিজেরাই করাত ও ড্রিল মেশিন দিয়ে উদ্ধারকাজ শুরু করি। সারারাতভর কাজ শেষে আমরা সফল হই।

মূল জলরাশির সঙ্গে বরফবৃত্তের সংযোগ করে দিই। তারপর তিমিগুলো হাডসন উপসাগরে ফিরে গেছে।

তবে, এ ঘটনায় বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের ঘটনা এ অঞ্চল থেকে তিমিদের সরিয়ে নেবে। কারণ, হাডসন উপসাগর এলাকা তাদের জন্য বিপদজ্জনক হয়ে উঠেছে।

বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ ও আবুল কালাম আজাদ, নিউজরুম এডিটর, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।