ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মাসব্যাপী অজগর শিকার প্রতিযোগিতা

প্রথম পুরস্কার ৮৩০০০ টাকা!

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
প্রথম পুরস্কার ৮৩০০০ টাকা!

ঢাকা: শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হয়েছে মাসব্যাপী বার্মিজ অজগর সাপ শিকার প্রতিযোগিতা। জানা গেছে, ওই এলাকার জলাভূমিগুলোকে ভয়ানক এই সাপগুলো থেকে মুক্ত রাখতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।



"পাইথন চ্যালেঞ্জ" নামে এই প্রতিযোগিতায় সে দেশের ২৫টি অঙ্গরাজ্যের প্রায় ৫৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। আর সবচেয়ে বড় অজগর শিকারের পুরস্কার ১,০০০ মার্কিন ডলার (৮৩,০০০ টাকা) এবং সর্বাধিক অজগর শিকার করা শিকারী পাবেন ১,৫০০ মার্কিন ডলার।

মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর এই মাংসাশী ও মারাত্মক বার্মিজ সাপ আমদানি নিষিদ্ধ করলেও, সেদেশের বন্যপ্রাণী কর্মকর্তারা জানিয়েছেন, সিদ্ধান্তটি নিতে খুব দেরি হয়ে গেছে। কারণ, এরই মধ্যে অজগর সাপগুলো স্থানীয় জলাশয়গুলোতে নিজেদের বংশবিস্তার করে ফেলেছে ভয়াবহ রকমভাবে।

বার্মিজ অজগরগুলো সাধারণত ২৩ ফুট লম্বা হয় আর ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী আর পাখি এদের প্রিয় খাবার।

তবে প্রতিযোগীদেরকে স্থানীয় সাপ নিধন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা,  জানুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনায়: আবুল কালাম আজাদ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।