ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হাকালুকি হাওরে জলচর পাখির শুমারি হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৩

সংসদ ভবন থেকে: হাকালুকি হাওরে চলতি বছর জলচর পাখির শুমারি করার পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে বেগম শাহিদা তারেক দীপ্তির টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন পরিবেশ ও বনমন্ত্রী।

তিনি বলেন, ২০১১ সালের ফেব্রুয়ারিতে হাকালুকি হাওরে সর্বশেষ জলচর পাখি শুমারি হয়। শুমারিতে মোট ৬১ প্রজাতির ৬৪ হাজার ২শ’ ৮২ টি পাখি পাওয়া যায়। আগের বছরের তুলনায় ২০১১ সালে ৬টি প্রজাতির পাখি বেশি ছিলো। তখন পাখি ছিলো মোট ৫৩ হাজার ৩৬টি। পরিযায়ী বিভিন্ন প্রজাতির পাখি শীত  মৌসুমে যাওয়া আসার মধ্যে থাকে। ফলে মৌসুমের বিভিন্ন সময়ে পাখির তারতম্য হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৩
এসএইচ/ইউএম/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।