ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিশ্ব বাঘ দিবসে খুলনায় কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জুলাই ২৮, ২০১৩
বিশ্ব বাঘ দিবসে খুলনায় কর্মসূচি

খুলনা: বিশ্ব বাঘ দিবস-২০১৩ উপলক্ষে সোমবার খুলনায় ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন জেলার সুন্দরবন পশ্চিম বন বিভাগ র‌্যালি ও আলোচনা সভায় আয়োজন করেছে।

এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বাঘ বাঁচান, মায়ের মত সুন্দরবন রক্ষা করুন’।
    
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা গাজী জাকির হোসেন রোববার দুপুর আড়াইটায় বাংলানিউজকে জানান, সোমবার সকাল ৯টায় খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণে সমাবেশ ও বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হবে।  

সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব বাঘ দিবস-২০১৩’র প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
মাহবুবুর রহমান মুন্না/সম্পাদনা: মীর সানজিদা আলস, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।