ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ত্রিপুরায় ধরা পড়লো বিশালাকৃতির অজগর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, সেপ্টেম্বর ২৩, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা বিশালগড়ের ইশানচন্দ্র নগর এলাকায় ধরা পড়েছে বিশাল আকৃতির এক অজগর।
সোমবার ধরা পড়া এ সাপটি লম্বায় ১৩ ফুট।

ওজন প্রায় ২০ কেজি।

ইশানচন্দ্র নগরের দীপক রায় মাঠে যান গরু চরাতে। সেসময় মাঠে একটি বিশাল আকারের আজগর শুয়ে থাকতে দেখেন তিনি। দেখা মাত্রই ভয় পেয়ে যান দীপক। চিৎকার শুরু করে দেন। তার চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসেন। তারপর নেট এনে ঘিরে ফেলা হয় সাপটি।

কিন্তু নেট দিয়ে ঘিরে রাখা হলেও এত বড় সাপটিকে কাবু করা যাচ্ছিলো না। পরে আনা হয় বেতের ঝাঁপি। তা দিয়ে সাপটিকে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় আমতলি থানাতে। থানার পুলিশ এসে সাপটি নিয়ে আসে।

থানা থেকে পরে সাপটিকে নিয়ে যান বনকর্মীরা। বর্তমানে অজগর সাপটি রাখা আছে সিপাহীজলা অভ্যারণ্যে।
জানা গেছে, ইশানচন্দ্র নগর এলাকাতে আরও বেশ কয়েকটি অজগর সাপ আছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৩
এএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।