ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

খুবিতে ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ রোপণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৩
খুবিতে ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ রোপণ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ক্যাম্পাসে দুইশ ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ রোপণ করা হয়েছে।

বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান।



খুলনা- ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু দুইশ বৃক্ষের চারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উপহার দেন।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বনায়ন কমিটির সভাপতি প্রফেসর এ কে ফজলুল হক, পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক মো. শরীফ হাসান লিমন, কর্মকর্তাদের মধ্যে এস এম মোহাম্মদ আলী, মো. আতিয়ার রহমান, আবু সালেহ মো. পারভেজ, আব্দুল্লাহ শাহানুর কবীর অয়ন, মো. রবিউল ইসলাম, মো. ইয়াছিন আলী, শেখ মো. আব্দুল্লাহ, আলমগীর হাবিব সাগর, নুরুজ্জামান মিথুন, মো. ফেরদৌস, মো. শফিকুল ইসলাম, মো. শামীম আলম, কাজী জালাল উদ্দিন ও মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৩
এমআরএম/এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।