খোকসা (কুষ্টিয়া): কুষ্টিয়ার খোকসা উপজেলা সদর থেকে দক্ষিণে ৮ কিলোমিটার দূরে এক্তারপুর গ্রাম। মাঝ দিয়ে চলে গেছে একটি প্রশস্ত রাস্তা।
শিকড়ে ছেয়ে গেছে পুরো এলাকা। গাছটির বয়স প্রায় ৩০০ বছর। গাছটি ঘিরে পূজা করেন স্থানীয় হিন্দুরা। গাছতলায় আছে মন্দিরও। দিনে দিনে গাছের শিকড় নেমে সৃষ্টি হয়েছে আরও অনেক গাছের। অনেকে আবার মানত বা মনোকামনা পূরণের জন্যও এখানে আসেন।
গাছটি কুষ্টিয়া জেলায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পাশের গ্রামের বাসিন্দা রজত বিশ্বাস জানান, তিনি তার দাদার কাছে শুনেছেন, আগে এই গাছের ডালপালা কাটা যেত না, এমনকি ভয়ে কেউ পাতাও ছিঁড়তেও ভয় পেতো। এখনও অনেকে এই গাছের ডালপালা ভাঙে না।
এই গ্রামের যুবক কার্ত্তিক বিশ্বাস জানান, যখন বট গাছে ফল পাকে, দারুণ লাগে। লাল রঙে ছেয়ে যায় গ্রামের এ এলাকা। প্রায় ১ বিঘা জমি জুড়ে বিস্তৃত এ বটগাছটি দেখতে মানুষ প্রতিনিয়ত ভিড় জমায়।
বটতলার মন্দিরের পুরোহিত রাম দেব তর্কালঙ্কার জানান, তিনি তার পূর্বপুরুষের মুখে এ গাছের কথা শুনেছেন।
তিনি তার পূর্বপুরুষদের মুখে শোনা কথার পরিপ্রেক্ষিতে জানান, এ গাছের বয়স তিনশ বছরের বেশি হওয়ার সম্ভাববনাই বেশি।
গাছটি নিয়ে নানা লৌকিক বিশ্বাস ও কিংবদন্তিরও শেষ নেই বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৩
এএ/জিসিপি