ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

আমাজনে নতুন ৪৪১ প্রজাতির গাছপালা, প্রাণীর সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
আমাজনে নতুন ৪৪১ প্রজাতির গাছপালা, প্রাণীর সন্ধান

ঢাকা: আমাজনে নতুন ৪৪১ প্রজাতির গাছপালা, পশু ও পাখির সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞেরা। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে এসব পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব বন্যপ্রাণী তহবিল (ডব্লিউডব্লিউএফ)।



আন্তর্জাতিক এ সংস্থার তালিকা মতে, ২৫৮টি গাছপালা, ৮৪টি মাছ, ৫৮টি উভচর প্রাণী, ২২টি সরীসৃপ, ১৮টি পাখি ও একটি স্তন্যপায়ী প্রাণী রয়েছে আমাজনে। তালিকা দেখতে ভিজিট করুন http://i2.cdn.turner.com/cnn/2013/images/10/25/amazon.new.species.list.2010-2013.pdf-এ অ্যাড্রেসে।

আট দেশে বিস্তৃত আমাজন বণাঞ্চল। ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম, ফেঞ্চ গায়ানায় বিস্তৃত এ বনে বিশ্বের প্রায় এক দশমাংশ প্রজাতির গাছপালা, পশু-পাখির আবাস।

বাংলাদে সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।