ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির দুইটি শকুন আটক করেছে স্থানীয়রা।
ইতোমধ্যে খেতে না পেরে শকুন দুইটি দুর্বল হয়ে পড়েছে।
সোমবার সকালে সদর উপজেলার নারগুন ইউনিয়নের হাটপাড়া ও জগন্নাথপুর ইউনিয়নের ভালুকাই গ্রাম থেকে পাখি দুটি আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি শকুন হাটপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে আসে। তা দেখতে পেয়ে স্থানীয় কয়েক যুবক বাঁশ ঝুকিয়ে পাখিটি মাটিতে নামিয়ে আটক করে পুকুরপাড়ে বেঁধে রাখে।
ওই এলাকার বেনরুল ইসলাম জানান, পাখিটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এলে তাদের দেওয়া হবে।
এদিকে, পাশের ইউনিয়ন জগন্নাথপুরের ভালুকাই গ্রামের দুই যুবক মাজেদুল ইসলাম ও কামাল হোসেন নির্জন এলাকা থেকে একটি শকুন আটক করে। এরপর পাখিটির দুই পা বেঁধে ঘরে আটকে রাখে।
মাজেদুল ইসলাম জানায়, শকুনটিকে ভাত খেতে দেওয়া হয়েছে, কিন্তু খাচ্ছে না। ১০ হাজার টাকায় কেউ কিনলে বিক্রি করা হবে।
ঠাকুরগাঁও বন বিভাগের সহকারী বনরক্ষণ কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ বাংলানিউজকে জানান, দুইটি শকুন আটকের খবর পাওয়া গেছে। উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৩