ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঘাসফড়িঙের নৃত্য!

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪১, ডিসেম্বর ৭, ২০১৩
ঘাসফড়িঙের নৃত্য!

দেখে মনে হচ্ছে দুটি বাঁশের কঞ্চি পাশাপশি মাথা ঠোকাঠুকি করছে। কিন্তু ছবিটি ম্যাক্রো লেন্সে তোলা দুটি ঘোড়ামুখী ঘাস ফড়িঙের।

হাসিখুশি ভঙ্গিতে একজোড়া ফড়িং একে অন্যের দিকে হাত মেলে যেন নাচছে।

Foring-2

৪২ বছর বয়সী কীটপতঙ্গ বিষয়ক ফটোগ্রাফার ভন স্পান ঘাসফিঙের এই অদ্ভুত মুহূর্তের ছবিটি তুলেছিলেন অক্টোবর মাসে।

Foring-3

আশ্চর্য হলেও সত্যি ঘোড়ামুখী ঘাসফড়িং অনেক দেশে পোষা হয়। এদের লম্বা শক্ত হাত পা এমনভাবে নাড়ায় যা পাগলাটে নাচের মধ্যে পড়ে!

Foring-4

ঘোড়ামুখী এই বিচিত্র ফড়িং তাদের ভ্রান্তিকর মুখের ভঙ্গি এবং চোখের জন্যও বিখ্যাত।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।