ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সেই অদ্ভূত প্রাণীটিকে পিটিয়ে মারলো এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
সেই অদ্ভূত প্রাণীটিকে পিটিয়ে মারলো এলাকাবাসী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সেই অদ্ভূত প্রাণীটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।

বুধবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে প্রায় ২ শতাধিক মানুষ বকশীগঞ্জ পৌর এলাকার দড়িপাড়া গ্রাম থেকে প্রাণীটিকে আটক করে পিটিয়ে মারে।

এ খবরে এলাকার শতাধিক মানুষ আনন্দ মিছিল করেছে।

এর আগে ৪ দিনে প্রায় অর্ধশত মানুষ আহত হয় এই প্রাণীটির কামড়ে। প্রথমে এলাকাবাসী এটি পাগলা কুকুর বললেও পরে তা ভুল প্রমাণিত হয়। এটি গারো পাহাড় থেকে নেমে আসা হায়না প্রজাতির প্রাণী। এলাকার বয়োজ্যেষ্ঠরা এটিকে স্থানীয়ভাবে বাঘ শিয়াল বলে থাকেন।

তবে কুকুর ও শিয়ালের মাঝামাঝি এই প্রাণীকে অনেকেই বলছেন ভারত থেকে আসা নেকড়ে বাঘ জাতীয় প্রাণী। কারণ, সাধারণত কুকুর পায়ে অথবা পায়ের উপরের অংশে কামড় দেয়। কিন্তু এই প্রাণী মানুষের মুখে অথবা বুকের মধ্যে কামড় দিয়ে মাংস তুলে নেয়।

বকশীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান মঙ্গলবার এটি ধরতে স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।