বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার একটি ডোবা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
মনপুরা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল বাংলানিউজকে জানান, খাবার ও মিঠা পানির সন্ধানে একটি মায়াবী হরিণ লোকালয়ে ঢুকে পড়ে।
স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনিই খাবার ও মিঠা পানির সন্ধানে বনের হরিণ লোকালয়ে চলে আসে। হরিণ রক্ষায় বন বিভাগের নজরদারি বাড়ানো প্রয়োজন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এনটি/এসএইচ