ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়ায় নির্মিত হচ্ছে সুদৃশ্য প্রধান ফটক

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
লাউয়াছড়ায় নির্মিত হচ্ছে সুদৃশ্য প্রধান ফটক লাউয়াছড়ায় নির্মানাধীন ফটক। ছবি: বাংলানিউজ পরিবেশ ও জীববৈচিত্র্য / মৌলভীবাজার

মৌলভীবাজার: পৃথিবীর অন্যান্য ন্যাশনাল পার্কের মতো লাউয়াছড়া জাতীয় উদ্যানে হচ্ছে সুদৃশ্য প্রধান ফটক। ইতোমধ্যে প্রায় অর্ধেক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন ধরে সংরক্ষিত এ বনে মানুষ ও বিভিন্ন যানবাহনের অবাধ যাতায়াত ছিল। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়া, বিভিন্ন লেবু ব্যবসায়ী এবং সর্বসাধারণের অবাধ প্রবেশে লাউয়াছড়ার নিরাপত্তা বিঘ্নিত হয়ে আসছিল।

লাউয়াছড়ার সুরক্ষা নিশ্চিতে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এ প্রধান ফটক নির্মাণ করছে।

প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ। চলবে দু’মাস।

এ মনোমুগ্ধকর ফটকটি নির্মাণ করছেন ময়মনসিংহের ভাস্কর্যশিল্পী শফিকুর ফেরদৌস।

তিনি বাংলানিউজকে বলেন, এটি আরসিসি গেট। সিমেন্ট, লোহা ও স্টিলে দিয়ে নির্মিত হচ্ছে গেটের বিভিন্ন অংশ। এখানে থাকবে বৃক্ষ এবং জীবজন্তুর নকশা করা প্রতিকৃতি।

মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান  বাংলানিউজকে বলেন, সর্বসাধারণের প্রবেশাধিকার সংরক্ষণে এলাকার ঐতিহ্য তুলে ধরে লাউয়াছড়ায় প্রধান ফটক নির্মিত হচ্ছে। ওপরে একপাশে থাকবে লাউয়াছড়ার প্রাণ ‘উল্লুক’ ও অন্যপাশে ‘অজগর’ এর প্রতিকৃতি। গেটের উচ্চতা সাড়ে ১২ ফুট ও প্রস্থ ১৩ ফুট।

ওপরে একটি বিশালাকৃতির পাতার ছাউনি দেওয়া হবে এবং রক্তন বা চাপালিশ গাছের মোথার মতো করে দু’পাশে গেটের দু’টি বিশাল খুঁটি নির্মাণ করা হবে বলেও জানান এসিএফ তবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।