ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

জব্দ করা ৪ সাপ অবশেষে লাউয়াছড়ায় অবমুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২১, মে ২৪, ২০১৭
জব্দ করা ৪ সাপ অবশেষে লাউয়াছড়ায় অবমুক্ত অবমুক্তির পরে ফণা তুলেছে পদ্মগোখরা / ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: আদালতের অনুমতিক্রমে পাচারকারীর হাত থেকে জব্দ করা তিন প্রজাতির চারটি সাপকে অবশেষে মঙ্গলবার (২৩ মে) রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বিটে অবমুক্ত করা হয়েছে।

সাপগুলো হলো সাপগুলো হলো- একটি দুধরাজ (Common Trinket Snake), একটি দেশি ধারাজ (Indian Rat Snake) এবং দু'টি কালো গোখরা বা পদ্মগোখরা (Monocellate Cobra) সাপ।

 

এর আগে, মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ গত বুধবার (১৮ মে) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার পুটিয়াছড়া চা বাগান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিন সাপসহ পাচারকারীদের আটক করে।

আটককরা হলেন- রুবেল (২২), আনোয়ার (২২) ও নজরুল (২৫)। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার সোনাপুর গ্রামে।

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, আইনগত বিভিন্ন ধাপ পেরিয়ে আদালতের নির্দেশে চারটি সাপকে লাউয়াছড়ার জানকিছড়ায় অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
বিবিবি/এএটি/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।