ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বুনো ফল ‘টেরা গুটা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
বুনো ফল ‘টেরা গুটা’ পাহাড়ি টেরাগুটা, ছবি : বাংলানিউজ

মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলার পথ ধরে এগিয়ে যেতেই ছোট্ট চায়ের দোকান। চায়ে চুমুক রাখতেই চোখ গিয়ে পড়লো বিশেষ একটি ফলের দিকে। ফলটি আকারে অনেকটা জামের মতো দেখতে। তবে বর্ণ জামের মতো কালো নয়; মৃদু লাল।

শুকনা আগুন জ্বালানোর লাকড়ির উপর রাখা এ ফলটিকে বেশ দৃষ্টিনন্দন লাগছিল। আঙ্গুরের মতো গুচ্ছ হয়ে আটকে ছিল এই বুনো ফল।

চায়ের দোকানদারকে এটার ব্যাপারে জিজ্ঞেস করতেই ‘টেরা গুটা’ শব্দটি বেরুতে দেরি হলো না।

চায়ের দোকানদার সবল আলী জানাতে লাগলেন, এই ফলের লতা দিয়ে পানচাষিরা পান বাঁধে। বেশ শক্ত হয় এর লতা। মশলার স্বাদ বাড়াতে এই ফলটি শুকিয়ে মশলার মাঝে মিশিয়ে দেয়া হয়। এই গাছের ডাল দিয়ে দাঁত মাজা হলে বিশেষ উপকার পাওয়া যায় বলে জানান সবল আলী । পাহাড়ি টেরাগুটা, ছবি : বাংলানিউজ

লাউয়াছড়ার বিট কর্মকর্তা আনোয়ার এই ফল সম্পর্কে বলেন, সিলেট এলাকার বিভিন্ন বন-জঙ্গল থেকে এই ফল অনেক সময় পাচার হয়ে থাকে। তবে এটা মানুষ খায় না। এটি পশুপাখির খাদ্য।  

তিনি আরো বলেন, বিশেষ করে পাহাড়ি এলাকার মানুষের কাছে এ জাতীয় ফল পরিচিত হলেও সমতলে অনেকেই এটিকে চেনেন না। এটি লতাগুল্ম জাতীয় উদ্ভিদ।
 
বাংলাদেশ সময়: ১০:১৫ এএম; জুন ২৭, ২০১৭
বিবিবি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।