বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে হঠাৎ করে বনের হনুমানটির আর্বিভাব ঘটে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের পাটোয়ারীপাড়ার পশ্চিম কালিতলা নামকস্থানে।
ধর্মীয় বিশ্বাস থেকে সনাতন ধর্মের নারী-পুরুষ-শিশুরা নিজ হাতে হনুমানটিকে দুধ, কলা, পাউরুটি ও পেয়ারা খাইয়ে দিচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, হনুমানটি গত ২৬ জানুয়ারি ভারত সীমান্ত গলে নীলফামারীর চিলাহাটির গোমনাতীতে প্রথম আশ্রয় নেয়। এরপর এটি ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ, সৈয়দপুর, কচুকাটা, চাপড়া ও দিনাজপুরের খানসামা, চিরিরবন্দর, পার্বতীপুর এলাকায় দীর্ঘ দিন ঘুরতে-ফিরতে থাকে।
এটি দেখে কেউ করে পূজা, কেউ দেয় খাবার। তাকে ঘিরে সৃষ্টি হয় অপার কৌতূহল। নানাদিক ঘুরে ফিরে এটি এখন আশ্রয় নিয়েছে নীলফামারীর পলাশবাড়ির ওই এলাকায়।
এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে হনুমানটির নিরাপত্তা দেওয়া হচ্ছে। যেন কোন মানুষের হাতে তার ক্ষতি না হয়। বিষয়টি বনবিভাগকে অবগত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এইচএ/