ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বেলা বেড়ে বৃষ্টি কমলেও থাকবে মেঘলা আকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৮, জুলাই ২৪, ২০১৭
বেলা বেড়ে বৃষ্টি কমলেও থাকবে মেঘলা আকাশ বৃষ্টিতে কর্মজীবী মানুষ, ছবি: সুমন

ঢাকা: শ্রাবণের নবম দিন চলছে। সেইসঙ্গে চলছে বৃষ্টিও।

আবহাওয়া অফিস বলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কমে এলেও মেঘ গম্ভীর আকাশ বজায় থাকবে। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশে এমন রূপ দেখা যাবে।

তবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে।  

সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।  

যাতে আরও বলা হয়েছে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।  

সকাল ছয়টায় ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

ঢাকায় এদিন সূর্যাস্ত সন্ধ্যা ৬টা বেজে ৪৬ মিনিটে এবং মঙ্গলবার (২৫ জুলাই) সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে।  

এদিকে বৃষ্টিতে যানজটে নাকাল মানুষ। কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে মহাখালী, ফার্মগেট, কারওয়ানবাজার, মতিঝিল, নিউ মার্কেট মুখী যানবাহনগুলোকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। কুড়িল বিশ্ব রোড এলাকায় গাড়িগুলোর কচ্ছপ গতি। বৃষ্টির পানি রাস্তার পাশে জমে পথ সংকোচিত হয়ে আছে। এতে যানজটের সৃষ্টি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
জিওয়াই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।