সোমবার (০৪ সেপ্টম্বর) রাত সাড়ে ১১টায় রাজশাহী জেলা জজের বাংলোর পাশের আখ ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে রাতেই রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল চিড়িয়াখানাতে অজগরটি অবমুক্ত করেন।
রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার তত্বাবধায়ক ও ভ্যাটেনরি সার্জন ডা. ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ২৪ এপ্রিল সাপটি চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সাপটি ১০ থেকে ১২ ফিট লম্বা ছিলো। ওজন ছিলো ৭ থেকে ৮ কেজি। কিন্তু এখন সাপটি লম্বায় ১৮ থেকে ১৯ ফিট হয়ে গেছে। সেই সঙ্গে ওজনও হয়েছে ২৫ কেজি।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এসএস/এনটি