বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন এর আন্তরিক উদ্যোগ ও নির্দেশনায় হাইল হাওরসহ আশপাশের বিভিন্ন বিল থেকে এসব মাছ সংগ্রহ করে বুধবার (৪ অক্টোবর) দুপুরে লাউয়াছড়ার লেকে ছাড়া হয়।
এসব মাছের রয়েছে মাগুর, শিং, টাকি, শোল, কৈ ইত্যাদি।
বুধবার মাছ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান, বাংলানিউজের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, স্টাফ করেসপন্ডেন্ট এম এ হামিদ, বনবিট প্রহরী মিজানুর রহমান, নিসর্গের সুনিল ও এলাকাবাসি সুমন মিয়া।
এর আগে লাউয়াছড়া লেকের পাশের টিলায় বাংলানিউজের উদ্যোগে কয়েকশ’ ফলদ গাছ রোপন করা হয়।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, এটি বাংলানিউজের একটি মহান উদ্যোগ। যখন দেশি প্রজাতির মাগুর, শিং.কৈ, টাকি, শোল মাছ বিলীন হতে চলেছে, তখন বাংলানিউজের এই উদ্যোগ প্রশংসনীয়।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
জেডএম/