খবর পেয়ে বন বিভাগের লোকজন সেটিকে উদ্ধার করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সুস্থ হলে হনুমানটি আবারও বনে অবমুক্ত করা হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনায় কাজ করা ক্রেল এর কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান, মঙ্গলবার রাতে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে একটি মুখপোড়া হনুমান। সঙ্গে সঙ্গে সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত লোকজন এবং বনবিভাগের কর্মকর্তারা সেটিকে উদ্ধার করে। সাতছড়ির বন কর্মকর্তা মাহমুদ হোসেন চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করে হনুমানটির চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন।
তিনি জানান, হনুমনাটি সম্পূর্ণ সুস্থ হলে আবারও সেটিকে বনে ছেড়ে দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
আরএ