ঢাকা, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়ায় পরিবেশ ও বন উপমন্ত্রী  

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
লাউয়াছড়ায় পরিবেশ ও বন উপমন্ত্রী   লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্তি। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে গেছেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

শনিবার  (০৪ অক্টোবর)  দুপুরে শ্রীমঙ্গলে লাউয়াছড়ার প্রাকৃতিক জীববৈচিত্র্য, আবহাওয়া ও পরিবেশ-প্রতিবেশ বিষয়ে জনমত সংগ্রহ করেন তিনি।
 
এ সময় আব্দুল্লাহ আল ইসলাম বলেন, লাউয়াছড়াকে বাংলাদেশের একটি অতি আকর্ষনীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে সম্প্রতি মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে।

 বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে লাউয়াছড়ার ঐতিহ্য টিকিয়ে রাখতে এখানে পর্যটকদের জন্য নীতিমালা নির্ধারণ করা হবে। ’
 
জীববৈচিত্র্য রক্ষায় লাউয়াছড়ার মধ্য থেকে রেল ও সড়ক পথের বিকল্প ব্যবস্থা এবং নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও বনরক্ষীদের বিকল্প জীবিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।  

এ সময় সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতিক  সংরক্ষণ বিভাগ) মিহির কুমার দো, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর এস এম মুনিরুল ইসলাম, মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ দেব প্রমুখ উপস্থিত ছিলেন।  

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কয়েকটি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা,  নভেম্বর ০৪, ২০১৭
বিবিবি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।