ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মিরিতে কুমির আতঙ্ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
মিরিতে কুমির আতঙ্ক রোদ পোহাচ্ছে বাচ্চা কুমির।

ঢাকা: মালয়েশিয়ান বোর্নিওর মিরি শহরের নদী পাড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে কুমির। রোববার (৫ নভেম্বর) সেখানে আরো দু’টি বাচ্চা কুমির দেখা গেছে। একটি রোদ পোহাচ্ছিলো নদীর পলিজমা পাড়ে। আর একটি সাঁতার কাটছিলো। এর আগেও ওই এলাকায় এভাবে কুমির দেখা গেছে।

স্থানীয়দের আশঙ্কা, বাচ্চা কুমির দেখার অর্থই হলো ওই এলাকায় বড় কুমিরও আছে। স্থানীয়রা, বিশেষ করে নদীর পাড়ে খেলতে যাওয়া শিশুদের এসব কুমিরের শিকার হওয়া অসম্ভব নয়।

দক্ষিণ চীন সাগর তীরের বোর্নিও দ্বীপের এসব নোনা পানির কুমির খুবই হিংস্র।

তাই আদিবাসী অধ্যুষিত সারাওয়াক বনবিভাগকে দ্রুত এসব কুমির ধরে অন্য কোথাও ছেড়ে দিয়ে ‍আসার জোর দাবি উঠেছে।

সারওয়াকের উত্তর প্রান্তের দক্ষিণ চীন সাগর তীরের শহর ও বন্দর মিরিতেই আবিষ্কার হয় মালয়েশিয়ার প্রথম তেল খনি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে এই মিরি দিয়েই বোর্নিও দ্বীপে অবতরণ করে ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায় জাপান আর্মি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।