ঢাকা, রবিবার, ২৪ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সীমান্ত গ‌লি‌য়ে ভারতীয় বানর বাংলা‌দে‌শে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
সীমান্ত গ‌লি‌য়ে ভারতীয় বানর বাংলা‌দে‌শে আটক বানর

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলার সীমান্তবর্তী আজোয়াটারী এলাকায় স্থানীয় জনতার হা‌তে ধরা প‌ড়ে‌ছে ভারতীয় জঙ্গল থে‌কে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্র‌বেশ করা একটি বানর। 

মঙ্গলবার (১৪ ন‌ভেম্বর) পর্যন্ত বানরটি ওই এলাকার খলিলুর রহমানের বাড়িতে ছিল। বানরটি‌কে এক নজর দেখার জন্য ওই বাড়িতে এখন উৎসুক জনতার ভিড়।

সোমবার (১৩ ন‌ভেম্বর) সন্ধ্যার দি‌কে উপজলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় গ্রামবাসীর হাতে বানরটি ধরা পড়ে।

স্থনীয়রা জানান, সোমবার বিকেলে খলিলুর রহমানের ছে‌লে সফিয়ার রহমান সীমান্তলা‌গোয়া নীলকমল নদী পাড়ের একটি বাঁশ ঝাড়ে বানরটিকে দখতে পায়। বাঁশ ঝাড়ে বানর আশ্রয় নেওয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা বাঁশঝাড় ঘিরে বানরটিকে ধরে ফে‌লে। তাদের ধারণা বানরটি ভারত থে‌কে নদীপ‌থে বাংলা‌দে‌শে প্র‌বেশ ক‌রে‌ছে।  

কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বাংলা‌নিউজ‌কে জানান, ধৃত বানরটিকে চিড়িয়াখানায় হস্তান্ত‌রের ব্যবস্থা নেওয়া হ‌বে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ন‌ভেম্বর ১৪, ২০১৭
এফইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।