শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ প্রভাতী প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল মাঠে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।
লিভিং আর্টের উপদেষ্টা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মো. আক্কাছ আলী, কন্ঠশিল্পি মো. আনোয়ার পারভেজ, কবির হোসেন, আহম্মদ আলী খান ও স্কুলের প্রধান শিক্ষক মো. রমজান আলী প্রমুখ।
গাজীপুরে বনসাই প্রদর্শনী। ছবি: বাংলানিউজ
লিভিং আর্টের প্রতিষ্ঠাতা পরিচালক কেএম সবুজ জানান, গ্রামের মানুষকে উদ্ভদ্ধ করার জন্য ঢাকা শহরের পর এই প্রথম গ্রামে শীতকালীন বনসাই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এতে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে।
প্রদর্শনীতে ছোট বড় ২০০টি বনসাইয়ের মধ্যে প্রায় ৬০ প্রজাতির বনসাই ও ৩৫ প্রজাতির দুই হাজারেরও বেশি শীতকালীন ফুলের গাছ আছে। প্রদর্শনীর পাশাপাশি বিক্রিও করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
আরএস/জিপি