ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পুঠিয়ায় ‘চিতা বিড়াল’ পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, মার্চ ২২, ২০১৮
পুঠিয়ায় ‘চিতা বিড়াল’ পিটিয়ে হত্যা পুঠিয়ায় ‘চিতা বিড়াল’ পিটিয়ে হত্যা

রাজশাহী: রাজশাহীর বিপন্ন প্রজাতির এক চিতা বিড়ালকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে চিতা বিড়ালটিকে মেরে ফেলা হয় বলে  উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজ বাংলানিউজকে বিষয়টি জানান।

বালিয়াঘাটি গ্রামের রহিম জানায়, দুপুরে তার পানবরজে গিয়ে প্রাণীটি দেখতে পান।

এ সময় তিনি বাঘ, বাঘ চিৎকার করলে অন্য জমিতে কাজ করা কৃষকের লাঠিসোটা নিয়ে বিড়ালটিকে ধাওয়া করে। বিড়ালটিও প্রাণ ভায়ে পাশে নরদ নদীতে ঝাঁপ দিয়ে নদীর কিনারে থাকা জুলুর বাড়িতে ওঠে। এ সময় বাড়িটি ঘিরে ফেলে বিড়ালটিকে পিটিয়ে হত্যা করা হয়।  

‘চিতা বিড়ালের’ গায়ে হলুদের ওপর কালো রঙের ছাপ। দেহের তলে সাদা রঙের ওপর হালকা বাদামি ফোঁটা রয়েছে। আকারে ছোট বিড়ালের মতো একটি স্তন্যপায়ী প্রাণী। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর রেডলিস্ট’ তালিকায় চিতা বিড়ালকে ‘বিপদাপন্ন’ প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, এ ধরনের খবর তিনি এখনও পাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।