ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়ায় ২০ প্রজাতির অর্কিডের মধ্যে পাওয়া গেছে ৪টি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
লাউয়াছড়ায় ২০ প্রজাতির অর্কিডের মধ্যে পাওয়া গেছে ৪টি মতবিনিয়ম সভায় অর্কিড গবেষকরা

মৌলভীবাজার: লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় ২০ প্রজাতির অর্কিড রয়েছে বলে বিভিন্ন গবেষণায় বলা হলেও মাত্র ৪ প্রজাতির অর্কিড পাওয়া গেছে বলে জানিয়েছে অর্ডিট সোসাইটি অব বাংলাদেশ।

শনিবার (২১ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে মতবিনিয়ম সভায় গবেষকরা এ কথা বলেন। তবে লাউয়াছড়ার গভীর বনে আরো অর্কিড থাকতে পারে বলেও জানানো হয়।

অর্কিড সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান নাসিম ইকবাল সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন বনাঞ্চলে প্রায় ৭শ’ প্রজাতির অর্কিডের কথা উল্লেখ থাকলেও আমরা ১৩০টি অর্কিড পেয়েছি। আমরা জানি যে, সিলেটে প্রচুর পরিমাণে অর্কিড রয়েছে। তবে আমরা ৭/৮টি অর্কিডের বেশি পাইনি। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ২০ প্রজাতির মধ্য থেকে দুই দিনের ভ্রমণে আমরা পেয়েছি মাত্র ৪টি।

অর্কিড প্রসঙ্গে তিনি বলেন, অর্কিড পরিবেশের জন্য খু্বই উপযোগী। আমাদের বনাঞ্চলগুলোর বৃক্ষনিধনসহ আগত পর্যটকের কেউ কেউ ভালোলাগাবশত অর্কিড ফুলটি ছিঁড়ে বা নিজের সংগ্রহের অর্কিড নিতে গিয়ে অর্কিডের শেকড়সহ তুলে অর্কিডের অস্তিত্ব নির্মূল করে ফেলছেন। সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের পাহাড়ি অঞ্চলে অর্কিড পাওয়া যায়।

পৃথিবীর সব জায়গায় অর্কিড ভালোবাসা, বিলাসিতা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। বাংলাদেশের যে বনাঞ্চলগুলোতে অর্কিডের সংখ্যা বেশি সেখানে একটি অর্কিড-সংগ্রহশালা গড়ে তোলা প্রয়োজন বলে জানান অর্কিড গবেষকরা।  

এ মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন অর্ডিট সোসাইটি অব বাংলাদেশের সদস্য ও ফুল গবেষক আবু জাফর সামসুদ্দিন, ডা. ফাইজা ইলা কামাল, সালমা বিনতে নূর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।