ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাখি বাঁচাতে দমকল বাহিনী!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
পাখি বাঁচাতে দমকল বাহিনী! পাখি উদ্ধারের চেষ্টা করছেন এক ফায়ার সার্ভিস কর্মী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাকসু ভবনের সামনে একটি লিচু গাছে জড়ানো জালে আটকে যায় চারটি ‘বসন্ত বাউরি’ পাখি। জাল থেকে রক্ষা পেতে প্রাণপণ চেষ্টা করছিল পাখিগুলো। পাখিগুলোর অব্যাহত ছুটোছুটিতে পুরো শরীরে জাল আষ্টেপিষ্টে জড়িয়ে যায়। ছটফট করতে করতে শেষমেশ নিস্তেজ হয়ে পড়ছিল।

মই দিয়ে উপরে ওঠার চেষ্টা করছেন দমকল বাহিনীর কর্মীরাএর পাশেই বসেছিলেন বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সহকারী শিক্ষক দেবশ্রী মণ্ডল। পাখিগুলোকে আটকে থাকতে দেখেই উদ্ধারের জন্য তিনি দমকল বাহিনীকে খবর দেন।

খবর পেয়েই ঘটনাস্থলে এসে দু’টি পাখিকে উদ্ধার করেন তারা। তাদের আসার আগেই মারা যায় অন্য দু’টি পাখি।

উদ্ধার হওয়া পাখিদমকল বাহিনীকে জানানোর কিছুক্ষণের মধ্যেই তারা দু’টি গাড়িতে সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে হাজির হন। গাড়ির সাইরেন শুনে পথচারীরা ভেবেছিলেন আগুন লেগেছে। উৎসুক জনতার ভুল ভাঙে লিচু গাছে আটকে থাকা পাখি দেখতে পেয়ে।

দমকল বাহিনীর কর্মীরা কোনো অবহেলা না করেই মই লাগিয়ে গাছে উঠে যান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দু’টিকে জীবিত উদ্ধার করেন তারা।

বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবীর বলেন, প্রাণ তো প্রাণই। সেটা মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক। আমরা বিষয়টি শুনার সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুমকে জানাই। তারা আমাদের এখানে দ্রুত আসার নির্দেশ দেন।

দেবশ্রী মণ্ডল বলেন, জীববৈচিত্র্য রক্ষা করার দায়িত্ব আমাদের। পাখি উদ্ধারে সবার এমন অংশগ্রহণ মানবিক ও সচেতনতামূলক।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।