শনিবার (১৪ জুলাই) বেলা আড়াইটার দিকে জব্দ হওয়া চারটি তক্ষক বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে শুক্রবার (১৩ জুলাই) দিনগত রাতে উপজেলার তারাকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এ প্রাণীগুলো উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মালেক খসরু খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার তারাকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি পরিত্যক্ত বাড়িতে দু’টি কাঠের বক্সে রাখা চারটি তক্ষক উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে জানা যায় প্রাণীগুলো তক্ষক নয়, সরীসৃপ জাতীয় প্রাণী। বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
জিপি