কিং পেঙ্গুইনদের এই বসতিটি আফ্রিকা ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী ভারত মহাসগরে ফ্রান্সের অধিকৃত একটি দ্বীপে বলে জানা যায়। সম্প্রতি পেঙ্গুইনদের সংখ্যা এভাবে কমে যাওয়ার পেছনের কারণ এখনও ব্যাখ্যা করেননি গবেষকরা।
আর্টিকেলে বলা হয়, ২০১৫ ও ২০১৭ সালে তোলা ছবিতে দেখা যায় সেখানে কেবল ৬০ হাজার জোড়া পেঙ্গুইন অবশিষ্ট রয়েছে যা ১৯৮০ সালের দিকে করা হিসেবের তুলনায় প্রায় ৫ লাখ জোড়া কম।
কিং পেঙ্গুইন হল পেঙ্গুইন প্রজাতির মধ্যে দ্বিতীয় বৃহত্তম। আয়তনের দিক থেকে এম্পেরার পেঙ্গুইনের পরেই কিং পেঙ্গুইন। এরা লম্বায় ৭০-১০০ সেমি এবং ওজন ১১ থেকে ১৬ কেজি হয়। দক্ষিণ আটল্যান্টিকে পাওয়া যায় এদের। কিং পেঙ্গুইন দক্ষিণ অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জে অথবা উত্তর অ্যান্টার্কটিকায় প্রজনন করে।
গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে পেঙ্গুইন প্রজাতির পাখিরা হুমকির মুখে রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এনএইচটি