ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মুন্সিগঞ্জে উদ্ধার মেছোবাঘ গাজীপুরে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
মুন্সিগঞ্জে উদ্ধার মেছোবাঘ গাজীপুরে অবমুক্ত

গাজীপুর: মুন্সিগঞ্জ থেকে উদ্ধার হওয়া বিপন্ন প্রায় মেছোবাঘ গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মেছোবাঘটি জাতীয় উদ্যানের গভীর বনে অবমুক্ত করা হয়।  

গত ১৫ জুলাই মুন্সিগঞ্জের সদর উপজেলার চরআব্দুল্লাহ এলাকা থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়।

 

শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের সুপারভাইজার মো. সরোয়ার হোসেন খান জানান, মুন্সিগঞ্জ সদর উপজেলার চরআব্দুল্লাহ এলাকায় সাতার কেটে বিল পার হওয়ার সময় জেলেদের জালে জড়িয়ে পড়ে মেছোবাঘটি। পরে রাসেল মিয়া নামে এক জেলে এলাকাবাসীর সহযোগিতায় মেছোবাঘটি আটক করে নিয়ে যায়। পরে তিনি বন বিভাগের কাছে হস্তান্তর করেন মেছোবাঘটি।  

মেছোবাঘটি গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা। এ সময় বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো, পরিদর্শক অসিম মল্লিকসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পরিচালক মিহির কুমার দো জানান, মেছোবাঘ একটি বিপন্ন প্রায় প্রাণি। এ দেশের হাওর, পরিত্যাক্ত বাগানবাড়ি ও চরাঞ্চলে মেছোবাঘ বসবাস করে। ইদুর, সাপ, ব্যাঙ, মাছ ও মুরগি এদের খাবার।  

মেছোবাঘ লম্বায় ২ থেকে ৩ ফুট, উচ্চতায় দেড় থেকে ২ ফুট এবং ওজনে ১২-১৩ কেজি পর্যন্ত হয়ে থাকে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮ 
আরএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।