ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার উদ্ধার হওয়া অজগর সাপ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ ধরা পড়েছে। সাপটিক উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। 

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার জানকিছড়ার লিচু বাড়ি এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানায়, লিচু বাড়ি এলাকায় মাঠের কাছে একটি ছাগলের চিৎকার শুনে ওই এলাকার কয়েকজন এগিয়ে দেখতে পান সাপটি ছাগলটিকে খাওয়ার জন্য পেচিয়ে রেখেছে।

এসময় স্থানীয় লোকজন অজগরটিকে তাড়া করলে ছাগলটিকে ছেড়ে পাশের ঝোঁপঝাড়ে ঢুকে পড়ে। পরে এলাকাবাসী বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল বাংলানিউজকে জানান, সাপটি ছাগল খাওয়ার উদ্দেশে এখানে আসে। অজগরটি ছাগলের সারা শরীর পেচিয়ে ফেলার কারণে ছাগলটি মারা গেছে। বর্তমানে সাপটি লিচু বাড়ি এলাকায় রাখা হয়েছে। উদ্ধার করা অজগরটি সুস্থ্য রয়েছে এবং বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সাপটিকে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।