কমলা, কালো আর সাদা এই তিন রঙের দৃষ্টিকাড়া এক বিশেষ ধরনের পোকা এটি। শরীরজুড়ে তার কমলা রঙের ছাপই বেশি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং প্রজাপতিবিদ ড. মনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এই পোকার ইংরেজি নাম হলো Human-face See Bug। ঠিক ওইভাবে এর বাংলা নাম নেই। তবে সাধারণভাবে বলা যায়- ‘মানুষরূপি সিল বাগ’ বা ‘মানুষরূপি গান্ধিপোকা’।
তিনি আরও বলেন, যদিও এই কীট দেখতে অনেক সুন্দর। কিন্তু লিচু ফলের জন্য এরা বেশ ক্ষতিকারক। এই জেনাস বা গণের প্রজাতিরা লিচুর ক্ষতির জন্য বাংলাদেশে স্বীকৃত।
নাম প্রসঙ্গে ড. তুহিন জানান, এ প্রজাতিটির সুস্পষ্ট বাংলা নাম নেই। তবে কমন একটি নাম আছে। এটি হলো গান্ধিপোকা গ্রুপ। ইংরেজিতে ‘বাগ’ শব্দটির মাধ্যমে গান্ধিপোকাকে বোঝানো হয়।
তিনি আরও বলেন, একটা সিজনে আমাদের জাহাঙ্গীরনগরে এটি বেশি দেখা যায়। সারাদেশে এই প্রজাতির কীটগুলো নাও থাকতে পারে। তবে দিনাজপুরে যেহেতু লিচু হয়, তাই ওখানে এটি থাকার সম্ভাবনা যথেষ্টই।
পোকা, কীট বা পতঙ্গ এদের অপকারিতার পাশাপাশি উপকারিতাও রয়েছে। এরা পরাগবহন করে অনেক সপুষ্পক উদ্ভিদ প্রজাতির জীবনচক্রের জন্য অত্যাবশ্যকীয় দায়িত্ব পালন করে চলেছে। মানুষসহ অধিকাংশ জীবসত্তা এসব উপকারী পতঙ্গদের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল বলে জানান কীটগবেষক ড. মনোয়ার হোসেন।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
বিবিবি/আরআর