ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শাহজাদপুরে আটক ঘড়িয়ালটি উদ্ধার করলো বন বিভাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
শাহজাদপুরে আটক ঘড়িয়ালটি উদ্ধার করলো বন বিভাগ আটক ঘড়িয়ালটি উদ্ধার করছে বন বিভাগ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে জেলেদের জালে আটক হওয়া ঘড়িয়ালটি উদ্ধার করেছে রাজশাহী বন বিভাগ।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজশাহী বন বিভাগের প্রধান বন্যপ্রাণি পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে বন বিভাগ ও পুলিশের সহায়তায় প্রাণিটি উদ্ধার করা হয়।  

স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্থ সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি জানান, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কৈজুরি ইউনিয়নের দুর্গম চরাঞ্চল নওহাটা এলাকায় যমুনা নদীতে মাছ ধরার সময় খলিল ও সুমন নামে দুই জেলে ঘড়িয়ালটিকে আটক করে।

দুপুরের দিকে সেটিকে উদ্ধারের চেষ্টা করলে জেলেরা মোটা টাকা দাবি করেন। পরে বিষয়টি বন বিভাগকে অবগত করলে রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘড়িয়ালটিকে উদ্ধার করে বন কর্মকর্তারা।

এ সময় এনায়েতপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান, বন বিভাগের পরিদর্শক আশরাফ আলী এবং দি বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস, সাংবাদিক মুক্তার হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।