ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাতছড়িতে তক্ষক অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
সাতছড়িতে তক্ষক অবমুক্ত তক্ষক অবমুক্ত

হবিগঞ্জ: উদ্ধারের পর সাতছড়ি জাতীয় উদ্যানে একটি তক্ষক অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) বিকেলে জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যন শামছুন্নাহার চৌধুরী এ তক্ষকটি অবমুক্ত করেন।

এসময় তার সঙ্গে ছিলেন- সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, হবিগঞ্জের রেঞ্জ অফিসার রেহান মাহমুদ, সাতছড়ি রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন, শামীম আহমেদ, বিট অফিসারসহ সাতছড়ি কর্মকর্তা কর্মচারীরা।

এরআগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান স্থানীয় এক লোকের কাছ থেকে তক্ষকটি জব্দ করেন।

ওসি জানান, একটি গাছ থেকে তক্ষকটি ধরে স্থানীয় এক ব্যক্তি তার দোকানের সামনে খাঁচায় রেখেছিল। পুলিশ খবর পেয়ে এটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।