সুন্ধি কাছিম অবমুক্ত করেন বনমন্ত্রী শাহাব উদ্দিন
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী বাজার এলাকা থেকে ছয়টি সুন্ধি কাছিম উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বিকেলে কাছিমগুলো জাতীয় উদ্যান লেকে অবমুক্ত করেন পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে কাছিমগুলো উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, কালীগঞ্জ উপজেলার নাগরী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ওই বাজার থেকে উদ্ধার করা হয় ছয়টি সুন্ধি কাছিম। অভিযানের বিষয়টি টের পেয়ে কাছিম বিক্রেতা পালিয়ে যায়। পরে দুপুরে উদ্ধার কাছিমগুলো পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন গাজীপুরের জাতীয় উদ্যান লেকে অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রাণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক মো. শফিকুর রহমান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো এবং বন কর্মকর্তারা। উদ্ধার কাছিমগুলো উজন ৩২ কেজি।
তিনি আরো জানান, পরিবেশ ও বন মন্ত্রীসহ মন্ত্রাণালয়ের কর্মকর্তারা গাজীপুর সাফারি পার্কে আসছিলেন। ফেরার পথে গাজীপুরের জাতীয় উদ্যানে এসে মন্ত্রী কাছিমগুলো লেকের পানিতে অবমুক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
আরএস/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।