মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি গ্রামবাসীর কাছ থেকে প্রাণীটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নশরৎপুর গ্রামে চান শাহের পুকুর পাড়ে আলামিন ও মুন্না নামে দুই যুবক কাজ করতে গিয়ে দু’টি ‘মেছো বিড়াল’ দেখতে পান।
পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে ইউএনও সাকিব আল রাব্বি ঘটনাস্থলে এসে গ্রামবাসীর কাছ থেকে প্রাণী উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
রাজশাহী বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গির কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিপন্ন প্রজাতির এ মেছো বিড়ালটিকে আটকের সময় এ প্রাণীটি কিছুটা আহত হয়ে পড়ে। প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা-শুশ্রূষার পর বনে ছেড়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
জিপি