শনিবার (০৬ এপ্রিল) দুপুরে ভোলা সদরের ধনিয়া এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। পরে পুলিশ ও বন বিভাগের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
ধনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদ হোসেন কবির বাংলানিউজকে বলেন, শনিবার দুপুরে গুলি ব্র্যাক সেন্টার সংলগ্ন এলাকায় একটি তক্ষক দেখেতে স্থানীয় দুই ব্যক্তি সেটিকে ধরে ফেলেন। এ সময় হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ভোলা থানা পুলিশ ও বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হয়।
ভোলা সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রায় ১০ ইঞ্চি লম্বা ও ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। রোববার সকালে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।
ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বাংলানিউজকে বলেন, এটি তক্ষক বলে নিশ্চিত হওয়া গেছে। তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে সেটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
টিএ