উদ্ধার বিপন্ন সন্ধি কাছিম। ছবি: বাংলানিউজ
মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলা থেকে সোমবার রাতে উদ্ধার বিপন্ন প্রজাতির সন্ধি কচ্ছপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা স্টুডেন্ট ডমেটরি লেকে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় এ অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, লাউয়াছড়া বিটের বিট কর্মকর্তা আনোয়ার হেসেনসহ বনবিভাগের কর্মীরা।
মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বাংলানিউজকে বলেন, এ কচ্ছপটি আমাদের জলাশয়গুলোতে একসময় দেখা গেলেও বর্তমানে এর সংখ্যা ধীরে ধীরে কমে যেতে বসেছে।
বিলুপ্তপ্রায় এমন প্রাণী উদ্ধারে আমরা তৎপর রয়েছি।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
বিবিবি/এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।