শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রামের রেজাউল করিম নামে এক ব্যক্তির বাড়ির গাছ থেকে সাপটি উদ্ধার করা হয়।
দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস বাংলানিউজকে জানান, সকালে রেজাউল করিমের বাড়ির কামরাঙা গাছের উপর অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা।
রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ পরির্দশক জাহাঙ্গীর কবির বাংলানিউজকে জানান, দি বার্ড সেফটি হাউসের সদস্যরা সাপটিকে উদ্ধার করে। খবর পেয়ে আমরা সেটিকে নিজেদের হেফাজতে রেখেছি। শিগগিরই অজগরটি বঙ্গবন্ধু ইকোপার্কে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনটি