মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের বিট কর্মকর্তা মোনায়েম হোসেন বাংলানিউজকে বলেন, সোমবার (২৮ অক্টোবর) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে জানকিছড়া বিটে একটি গন্ধগোকুল এবং একটি বানরকে অবমুক্ত করা হয়। গতকাল রোববার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মারকুলি এলাকা থেকে বানরটিকে উদ্ধার করা হয়েছে আর শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট সড়কের একটি পায়রার খোপের ভেতর গন্ধগোকুলটি আটকা পড়লে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকতা আ ন ম আব্দুল ওয়াদুদ, রেঞ্জ অফিসার মোনায়েম হোসেন, বিট অফিসার আনোয়ার হোসেন, হৃদয় দেবনাথ, খোকন থৌনাউজাম, সুহেল শ্যাম প্রমুখ।
বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ বাংলানিউজকে বলেন, গন্ধগোকুল (Masked Plam Civit) বিপন্ন প্রজাতির প্রাণী। এরা নিশাচর। তবে সকালে এবং বিকেল খাবারের সন্ধানে বের হয়। এরা প্রধানত বৃক্ষবাসী। তবে মাঝে মধ্যে শিকারের সন্ধানে ভূমিতে নেমে আসে।
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
বিবিবি/এইচএডি