শুক্রবার (৮ নভেম্বর) রাতে ফুলবাড়ি চা বাগান সংলগ্ন লাউয়াছড়া উদ্যানের রাস্তা পারের সময় প্রাণীটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়।
মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের বিট কর্মকর্তা মোনায়েম হোসেন বাংলানিউজকে বলেন, লাউয়াছড়ায় রাস্তা পারের সময় একটি গন্ধগোকুল গাড়ির চাপায় পিষ্ট হয়ে মারা যায়।
কিন্তু লাউয়াছড়ায় রাস্তা বন্ধ না হলে এভাবে নিরীর প্রাণীরা মারা যেতেই থাকবে বলে তিনি মন্তব্য করেন।
আমি আগামীকাল শনিবার সড়ক ও জনপদ বিভাগের কাছে চিঠি লিখবো কয়েকটি স্থানে স্পিডব্রেকার বসানোর জন্য। তাতে হয়তো কিছুটা পরিস্থিতির উন্নতি হবে বলে জানান এ বিট অফিসার।
স্থানীয় বন্যপ্রাণী আলোকচিত্রী খোকন থৌনাজাম বাংলানিউজকে বলেন, রাস্তা পারের সময় প্রায়ই দ্রুতগতিতে চলা গাড়ির চাকায় পিষ্ট হয়ে বিভিন্ন বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা যেন এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অতি দ্রুত লাউয়াছড়ার এ সড়কটি অন্যপথে ঘুরিয়ে নেওয়ার বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
‘গন্ধগোকুল’ (Masked Palm Civet) মূলত নিশাচর প্রাণী। এরা বৃক্ষচারী; তবে মাঝে মধ্যে ভূমিতে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে দেখা যায়। এদের খাদ্যতালিকায় রয়েছে ইঁদুর, পাখি, ব্যাঙ, পোকামকড়সহ বিভিন্ন প্রজাতির ফল।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
বিবিবি/এএ