শনিবার (২৩ নভেম্বর) দুপুরে জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে ছানাগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গল অফিসে নিয়ে আসা হয়েছে। বাচ্চাগুলো বর্তমানে সুস্থ আছে।
এ ব্যাপারে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বাংলানিউজকে বলেন, এক কৃষক ধান কেটে ধানগুলো স্তূপ করে রেখেছিলেন। সে স্তূপের মধ্য থেকে বনবিড়ালের ছয়টি ছানা পাওয়া গেছে। আমাদের ধারণা, মা বনবিড়ালটি তার ছানাগুলোকে রেখে চলে গেছে।
খবর পেয়ে আমরা এ ছানাগুলোকে উদ্ধার করে নিয়ে এসেছি। বর্তমানে ছানাগুলো বন্যপ্রাণী প্রেমী সোহেল শ্যামের সেবা যত্নে আছে। আমরাও খোঁজখবর নিচ্ছি।
বনবিড়াল নিশাচর প্রাণী। তবে মাঝে মধ্যে দিনের বেলাও খাবারের সন্ধানে বের হয়। সাধারণ, বনের প্রান্তে, নির্জন গ্রামে ও চিরসবুজ বনে তাদের দেখা যায়। এদের খাদ্য তালিকায় রয়েছে ছোট স্তন্যপায়ী, হাঁস-মুরগি ও পাখি।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
বিবিবি/আরবি/