ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মারা গেছে মালয়েশিয়ার শেষ সুমাত্রান গণ্ডার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
মারা গেছে মালয়েশিয়ার শেষ সুমাত্রান গণ্ডার মারা গেছে মালয়েশিয়ার শেষ সুমাত্রান গণ্ডার ইমান। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শেষ সুমাত্রান গণ্ডারটি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায় রোববার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার সাবাহ রাজ্যের বর্নিও দ্বীপে গণ্ডারটির মৃত্যু হয়েছে।

ইমান নামের ২৫ বছর বয়সী এ নারী গণ্ডারটি ছিল মালয়েশিয়ার শেষ সুমাত্রান গণ্ডার।

সাবাহ বন্যপ্রাণী বিভাগের পরিচালক অগাস্টিন তুগা জানান, টিউমারের কারণে অনেক যন্ত্রণা পাচ্ছিল ইমান। প্রাণীটির মৃত্যুর মধ্য দিয়ে মালয়েশিয়ায় সুমাত্রান গণ্ডার বিলুপ্ত হয়ে গেছে।

বিশ্ব বন্যপ্রাণী তহবিলের তথ্য মতে, বিশ্বে এখন মাত্র ৮০টির মতো সুমাত্রান গণ্ডার বেঁচে আছে। তাদের পাওয়া যাবে ইন্দোনেশিয়ার বনে।

চলতি বছরের মে মাসে মালয়েশিয়ার শেষ পুরুষ সুমাত্রান গণ্ডার মারা যায়। ত্যাম নামে ওই গণ্ডারটি বর্নিও দ্বীপে ইমানের সঙ্গেই বাস করতো।

বর্নিও রাইনো অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জন পাইন বলেন, জলবায়ু পরিবর্তন, চীনা ওষুধ তৈরির জন্য শিকারের কারণে প্রজাতিটি বিলুপ্তের পথে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।