ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

তেঁতুলিয়ায় বাঁশঝাড় থেকে শুকুন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
তেঁতুলিয়ায় বাঁশঝাড় থেকে শুকুন উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাঁশঝাড় থেকে একটি শুকুন পাখি উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে শুকুন পাখিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, কয়েকজন ধান ক্ষেতে কাজ করতে গিয়ে ওই পাখিটিকে বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বেঁধে রাখে।

বিষয়টি ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে আশপাশের এলাকার লোকজন জড়ো হয়।  

আব্দুল জব্বার নামে একজন বাংলানিউজকে জানান, পাখিটির আকৃতি পাখা মেললে প্রায় চার ফুট প্রস্থের হবে। পাখিটি হয়তো ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়ে যায় বাঁশঝাড়ে।

তেঁতুলিয়া উপজেলা ফরেস্ট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বাংলানিউজকে জানান, দুপুর থেকে বিষয়টি কেউ জানায়নি। খবর পাওয়ার পর সেখানকার ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে খবর নিচ্ছি। যদি সত্যিই পাখিটি বেঁধে রাখা হয় তবে আমরা তাকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।