ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীমঙ্গলে মিললো রক পাইথন!

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
শ্রীমঙ্গলে মিললো রক পাইথন! উদ্ধারকৃত অজগর। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেটি রোড এলাকা থেকে এক বছরের অজগরের (Rock Python) সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে গর্ত থেকে বের হয়ে রোদ পোহানোর সময় লোকজন তাকে দেখে আতঙ্কিত হয়ে বনপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে বনপ্রাণী সংরক্ষণের লোক এসে রক পাইথনটি উদ্ধার করে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে বলেন,  বিকেলে জেটি এলাকার লোকজন আমাকে খবর দেয়। পরে আমি গিয়ে প্রাণীটিকে দ্রুত উদ্ধার করে নিয়ে আসি। সাপটি এক বছরের বাচ্চা।

তিনি আরও বলেন, আমি বাচ্চা সাপ ভেবে তেমন একটা গুরুত্ব দেইনি, এই সুযোগে পাইথনটি আমার হাতে কামড় বসিয়ে দেয়। এতে রক্ত বের হয়। পরে রক্ত বন্ধ হতে বেশ সময় লেগেছে। কিছুদিন পর তাকে বনে অবমুক্ত করবো।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা সূত্র জানায়, অজগর সাপ পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম ও ভারী সরীসৃপ। এরা সাধারণত ৩ থেকে ৭ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এরা চিরসবুজ বন, জঙ্গল বা ঘাসপূর্ণ ভূমিতে বিচরণ করে। সাধারণত নিশাচর তবে, দিনের বেলাও স্যাঁতস্যাঁতে স্থানে তাদের দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।