ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কাহারোলে সাদা পেঁচা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
কাহারোলে সাদা পেঁচা উদ্ধার

দিনাজপুর: দিনাজপুরের কাহারোলে বিলুপ্তপ্রায় সাদা পেঁচা উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে পেঁচাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের খরচন্দা গ্রাম থেকে পেঁচাটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে খরচন্দা গ্রামে নিজ বাড়ির সামনে একটি তাল গাছ কাটছিলেন বিমল চন্দ্র রায়।

এসময় শীতে জবুথবু অবস্থায় গাছটি থেকে ওই পেঁচাটি নিচে পড়লে সেটিকে উদ্ধার করে নিজের কাছে একটি খাঁচায় রেখে দেন বিমল চন্দ্র। সোমবার সকালে পেঁচাটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন তিনি।

কাহারোল উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইনলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পেঁচাটি আমাদের কাছে হস্তান্তর করেছেন বিমল চন্দ্র রায়। সাদা প্রজাতির ওই পেঁচাটির নাম রাত পেচাঁ। বন-জঙ্গল কেটে ফেলার কারণে আমাদের দেশে এটি বিলুপ্তপ্রায়। পেঁচাটি অবমুক্ত করা হবে।
  
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।