ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাইবান্ধায় বিরল প্রজাতির ঈগল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
গাইবান্ধায় বিরল প্রজাতির ঈগল উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় বিরল প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে সদরের রাচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রাম থেকে পাখিটি উদ্ধার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শাহরিয়ার বাংলানিউজকে জানান, সন্ধ্যায় তরফকাল গ্রামের একটি জমিতে বিরল প্রজাতির একটি ঈগল পাখি দেখতে পায় স্থানীয়রা।

পাখিটি উড়তে পারছিল না। তখন এলাকাকাসী পাখিটি বেঁধে রেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পাখিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, ঈগল পাখিটির ওজন আনুমানিক ১৫ কেজি। এটি গাইবান্ধা বন বিভাগে হস্তান্তর করা হবে।

এদিকে, বিরল প্রজাতির এই ঈগল পাখিটি দেখতে উৎসুক জনতা থানায় ভিড় জমায়।  

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।