ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিশ্বে বিরল ৩ সাদা জিরাফের দুটিকে হত্যা করলো চোরাকারবারিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
বিশ্বে বিরল ৩ সাদা জিরাফের দুটিকে হত্যা করলো চোরাকারবারিরা

কেনিয়ায় চোরাকারবারিরা হত্যা করেছে শাবকসহ একটি বিরল প্রজাতীর নারী সাদা জিরাফকে। দেশটির পূর্বাঞ্চলের গ্যারিসায় তাদের হত্যা করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানায় ডেইলি মেইল।

দেশটির ইশাকবিনি হিরোলা কমিউনিটির সদস্যদের বরাত দিয়ে খবরে বলা হয়, আর মাত্র একটি সাদা জিরাফ বেঁচে আছে বিশ্বে।

এটি পুরুষ জিরাফ। সেটি হত্যার শিকার হওয়া ওই নারী জিরাফের শাবক।

ইশাকবিনি হিরোলা কমিউনিটি কনজারভেন্সি এক বিবৃতিতে জানায়, কেনিয়ার স্কেলেটাল স্টেটে এই বিরল সাদা জিরাফগুলোর মরদেহ খুঁজে পাওয়া যায়। ফলে, আর মাত্র একটি সাদা জিরাফ বেঁচে আছে। সেটিও পুরুষ।

সাদা জিরাফ।

কনজারভেন্সির ব্যবস্থাপক মোহাম্মদ আহমেদ নূর বলেন, বিশ্বজুড়ে আমরাই একমাত্র কমিউনিটি যারা এই সাদা জিরাফগুলোর অভিভাবক।

কমিউনিটির সদস্য এবং বন কর্মকর্তারা সাদা জিরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর দিনটিকে ‘দুঃখের দিন’ হিসেবে অভিহিত করেন আহমেদ নূর। এটি গবেষক এবং কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বিকাশে যারা কাজ করে যাচ্ছেন তাদের জন্য অপূরণীয় ক্ষতি।

২০১৭ সালে খোঁজ পাওয়ার পর ২০১৯ সালের আগস্টে সাদা জিরাফটির জোড়া শাবক জন্ম দেওয়ার ঘটনা ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।