ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুন ২৯, ২০২০
শরণখোলায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে এক গৃহস্থের বাড়ির মুরগির খোপ (ঘর) থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ (পাইথন) উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে সাপটি উদ্ধার করে ওয়াইল্ড টিমের সদস্যরা।  

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে খুড়িয়াখালী গ্রামের কামরুল খানের বাড়ির মুরগির খোপ থেকে ৯ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের অজগরটি উদ্ধার করা হয়।

পরে স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্যদের সহায়তায় সাপটি শরণখোলা স্টেশনের সামনের জেটি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। বন ও লোকালয় একই সমতলে হওয়ায় প্রায়ই এমন ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।