ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

২৯ কেজির বাঘাইড় ৩২ হাজার টাকায় বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
২৯ কেজির বাঘাইড় ৩২ হাজার টাকায় বিক্রি ২৯ কেজির বাঘাইড়

রাজবাড়ী: রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে জেলে মো. জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে সকালে তিনি মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এলে স্থানীয় চান্দু মোল্লা নামে এক ব্যক্তি ১০৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।  

জয়নাল সরদার বলেন, রোববার মাঝ রাতে দৌলতদিয়া ছয় নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলে বসেছিলাম। ভোরের দিকে জালে জোরে ধাক্কা লাগলে বুঝতে পারি যে বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেকটা সময় নিয়ে জাল ওঠানোর পর দেখতে পাই বিশাল একটি বাঘাইড় ধরা পড়েছে।  

দৌলতদিয় ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, জেলে জয়নাল সরদারের কাছ থেকে ১০৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকা দিয়ে জীবিত মাছটি কেনার পর ঢাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। শেষ পর্যন্ত হাবিব নামে এক ব্যক্তির কাছে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করেছি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।